Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

১৯৫১ সালে রংপুরে চাকুরী বিনিয়োগ কেন্দ্র নামে এই অফিসটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭৬ সাল থেকে এই দপ্তরটি বাংলাদেশী লক্ষ লক্ষ কর্মীর দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্ম-কর্মসংস্থানে সহায়তা, শ্রম বাজারের তথ্যাবলী সংগ্রহ ও গবেষনামূলক কার্যক্রম সম্পাদন, রিক্রুটিং এজেন্সীর কার্যক্রম নিয়ন্ত্রণ, প্রবাসী কর্মীদের কল্যাণমূলক কার্য সম্পাদনসহ আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী ও জনশক্তির সুষ্ঠ ব্যবহারসহ নানারূপ কল্যাণমূলক কর্মকান্ডে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে সহায়তা করণে নিয়োজিত রয়েছে। পরবর্তীতে ১৯৮৫ সালে দপ্তরটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, রংপুর নামে পরিচিতি লাভ করে।

এ দপ্তরের কার্যক্রম নিম্নরূপ:

১। বৈধভাবে বিদেশ গমনেচ্ছু কর্মীদের বিদেশে কর্মরত ও বিদেশ থেকে ফেরত কর্মীদের নিবন্ধন এবং তথ্যাবলী ডাটাবেজে সংরক্ষণ ও প্রয়োজনে সরবারহ করণ।

২। প্রবাসী কর্মীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সঙগ্রহের উদ্দেশ্যে জরীপ কাজ চালানো বা জরীপ কাজে সহায়তা প্রদান করা।

৩। প্রবাসী কর্মীদের দেশে এবং বিদেশে কল্যাণ ও সুরক্ষা সংক্রান্ত কাজে সহায়তা প্রদান করা।

৪। প্রবাসী কর্মীদের পরিবারের পক্ষে সরকারের বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান করা।

৫। বিদেশে চাকুরী নিয়ে গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদান করা।

৬। প্রবাসীদের নিকট থেকে প্রাপ্ত অভিযোগ সম্পর্কে অনুসন্ধান/তদন্ত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

৭। বিদেমে মৃত্যুবরণকারী বা দুর্ঘটনার শিকার হয়েছে এমন কর্মীদের মৃতদেহ দেশে আনা/দাফন/সতকার করা এবং ক্ষতিপূরণের অর্থ বিতরণে সহায়তা প্রদান করা।

৮। দেশে এবং বিদেশে চাকুরীর চাহিদা, বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করা।

৯। বিদেশ থেকে প্রত্যাগতদের দেশে কর্মসংস্থালাভ/স্বকর্মসংস্থান/বিনিয়োগ/ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরামর্শ ও সহায়তা প্রদান করা।

১০। বিদেশ গমনেচ্ছু নারী কর্মী এবং প্রবাসী নারী কর্মীদেরকে সহায়তা প্রদানে বিষেশ নজর প্রদান করা।

১১। অভিবাসন সম্পকির্ত আন্তর্জাতিক দিবস/কর্মসূচী যথাযথভাবে পালন করা।

১২। নিরাপদ অভিবাসনের লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো এবং অভিবাসন কাজে সম্পৃক্ত এনজিওদের কাজ সমন্বয় ও সহায়তা প্রদান করা।

১৩। বিদেশ গমনেচ্ছু কর্মীদের অভিবাসন খরচের অর্থায়ন ও বিদেশ হতে স্বল্প খরচে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অন্যান্য সেবা লাভে সহায়তা প্রদান করা।

১৪। সরকারীভাবে কর্মী সংগ্রহের ক্ষেত্রে আরোপিত দায়িত্ব পালন করা।

১৫। অভিবাসী কর্মীদের জন্য সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচী/প্রকল্প বাস্তবায়ন করা।

১৬। বর্হিগমন অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী মামলা দায়ের ক্ষেত্রে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করা।

১৭। রিক্রুটিং এজেন্সীর কর্মকান্ড সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ করা।

১৮। কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য আদেশ পালন করা।

ধন্যবাদ

এছাড়া সরাসরি অফিসে এসে যে কোন তথ্য সংগ্রহ করা যাবে।

বিস্তারিত জানতে ওয়েব সাইট দেখা যেতে পারে:

ওয়েব সাইট : www.bmet.gov.bd & www.bmet.gov.org.bd