Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামশ

প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যাক দক্ষ,আধা দক্ষ,স্বল্প দক্ষ মানুষ চাকরির উদ্দেশে বিভিন্ন দেশে যান। অভিবাসনপ্রত্যাশীদের বিদেশে কাজে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা থাকলেও অভিবাসন প্রক্রিয়অ,দেশের প্রচলিত অভিবাসন আইন,2013,প্রয়োজনীয় নীতিমালা এবং বিদেশে চাকরিবিধি সম্পর্কে পূর্ণ ধারণা থাকে না। ফলে,প্রায় সব অভিবাসনপ্রত্যাশী মানুষই নানা রকম সমস্যার মখোমুখি হন। যারা বিদেশে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের নির্ধারিত দেশে চাকুরি,সার্বিক নিরাপত্ত এবং অন্যান্য প্রয়োননীয় ধারণা ও পরিবেশ সম্পর্কে পূর্বধারণা নেয়া জরুরি। তা ছাড়া নানাবিধ সংক্রমিক মহামারি এবং সংক্রান্ত চলমান নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এসব প্রয়োজনীয় বিষয়ে ধারণা এবং হাতে-কলমে দক্ষতা তৈরির জন্য অভিবাসন পূর্বপ্রস্তুতমূলক সহায়তার অংশ হিসেবে বিদেশ গমনেচ্ছু কর্মীদের 03 (তিন) দিনের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন দেয়া হয়।


প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র

1। পাসপোর্টের ফটো কপি 1 টি

1। পাসপোর্ট সাইজের ছবি 1 টি



ডাক যোগাযোগঃ

সহকারী পরিচালকের কার্যালয়

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস

রোড নং-01,বাসা নং-16

মাদ্রাসা রোড,মুন্সিপাড়া,রংপুর।


অনলাইন যোগাযোগ

ফোন নং-02588810803

ই-মেইল: ad.demorangpur@gmail.com

                                                                                                            ওয়েবসাইট: www.bmet.rangpur.gov.bd